১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বেশির ভাগ মানুষ বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে। শোডাউন করা দলগুলোর ওপরও বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাপা।

আজ বৃহস্পতিবার বনানী কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, প্রতিটি অন্যায়-অবিচারের প্রতিবাদ করবে জাতীয় পার্টি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, কে নিয়ন্ত্রণ করছে, তা কেউ জানে না। কলকারখানা বন্ধ হয়ে হাজারো কর্মী বেকার। দেশের আমদানি-রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। বাঁচার জন্য নির্যাতিতরা ঘুরে দাঁড়ালে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে।

জাপার চেয়ারম্যান আরও বলেন, শক্তিশালী সরকারের জন্য দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। বর্তমান সরকার কী গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এখনই তারা বৈষম্য করছে। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার। নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে। বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে, গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না।

জাপার অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

হাসনাতের ওপর হামলা, কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে: জি এম কাদের

সর্বশেষ আপডেট : ০৫:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বেশির ভাগ মানুষ বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে। শোডাউন করা দলগুলোর ওপরও বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাপা।

আজ বৃহস্পতিবার বনানী কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, প্রতিটি অন্যায়-অবিচারের প্রতিবাদ করবে জাতীয় পার্টি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, কে নিয়ন্ত্রণ করছে, তা কেউ জানে না। কলকারখানা বন্ধ হয়ে হাজারো কর্মী বেকার। দেশের আমদানি-রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। বাঁচার জন্য নির্যাতিতরা ঘুরে দাঁড়ালে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে।

জাপার চেয়ারম্যান আরও বলেন, শক্তিশালী সরকারের জন্য দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। বর্তমান সরকার কী গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এখনই তারা বৈষম্য করছে। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার। নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে। বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে, গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না।

জাপার অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।