শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন যুবদলের
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
রবিবার (২৬ জানুয়ারি) ভোলা চরফ্যাশন ও মনপুরা বাসির গণ অভ্যন্তর যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিকালে মাদারীপুর জেলায় পথসভায় নয়ন এ দাবি জানান।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম
নয়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে চলতে হবে। আগামী দিনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। আপনাদের মনে রাখতে হবে গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নিপীড়ন নির্যাতন হয়েছেন,ঘরে ঘুমাতে পারেননি, হামলা মামলার শিকার হয়েছেন। হাজার মাইল দূরে থেকে তারেক রহমান বাংলাদেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে গত ৫ আগস্ট একটি সফল ছাত্র-জনতা গন অভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে ।
তিনি আরো বলেন, আপনারা একটা বিষয় খেয়াল করবেন ৫ ই আগস্ট এর আগে নেতাকর্মী সংখ্যা অনেক কম ছিল এখন নেতাকর্মীর সংখ্যা অনেক বেড়ে গেছে,আগে ৫০ জন ছিল এখন ৫০০ জন হয়ে গেছে, এতে আমাদের কোন সমস্যা নেই তবে মিছিলের নেতৃত্বে যেন কোন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত কোন চাঁদাবাজ, দখলবাজ দলের ভিড়তে ঢুকতে না পারে।
বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজী বিশ্বাস করে না, আপনাদের সাথে ছাত্রলীগ- যুবলীগের একটা পার্থক্য রয়েছে সেটা সবাই মেনে চলবেন। আওয়ামীরা দেশের শত্রু। তারা রাজনীতি করার অধিকার রাখে না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
নুরুল ইসলাম নয়ন বলেন, যুবদলের নেতাকর্মীদের দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। যদি আপনারা অধৈর্য হয়ে যান, দখলবাজী,চাঁদাবাজীতে নেমে যান বিএনপির সুনাম নষ্ট করেন,তাহলে বুঝে নেব আপনারা বিএনপির ক্ষতি করলেন। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা পর্যন্ত ধৈর্য সহকারে সবাইকে রাজপথে অবস্থান করার আহ্বান জানানো হয়।