রংপুরের কাউনিয়ায় স্থানীয়0 মসজিদের পিছুনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি এবং ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, সরকরি অর্থয়ানে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের ওয়াস ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পিছনে মাটি খনন করে রাখে হয়। মঙ্গলবার বৃষ্টির পানিতে খনন করা জায়গায় মাটি ভেঙ্গে পরলে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি বের করে। কবর থেকে অনেকদিন আগের লাশ বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে লাশটি একনজন দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়।
মৃত ব্যক্তির স্বজন ও স্থানীয়রা বলেন, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি পরেজগার ব্যক্তি ছিলেন। তিনি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। প্রায় ২৫ বছর আগে মসজিদের পিছনে তাকে দাফন করা হয়। কিন্তু মসজিদের পিছনে যে মৃত ব্যক্তির কবর রয়েছে তা স্বজনদের স্মরন ছিল না। আজ স্থানীয় মসজিদের পিছুনে মাটি খুঁড়তেই গিয়ে সাদা কাপড় মোড়ানো লাশটি বের হয়। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি শিবু কুটিরপাড় সামজিক কবর স্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আলেমগণ বলেন, অক্ষত লাশ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন। তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা না