০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

 

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে পদপ্রত্যাশী ছাত্রনেতারা। সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী ছাত্রনেতা এ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভে সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা দলের সাংগঠনিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নেন।

মিছিলে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বর্তমান ছাত্রদলের আংশিক কমিটি গঠনের সময় বহু যোগ্য নেতাকে উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ এক বছর এক মাস ধরে তারা অপেক্ষায় থাকলেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি দেখা যায়নি।

এক পদপ্রত্যাশী নেতা জানান,

“কমিটি গঠনের পর আমরা বহুবার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রবিষয়ক সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের মূল্যায়ন করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”

আরেকজন সাবেক কেন্দ্রীয় নেতা বলেন,

“প্রতিদিনই নতুন আশা নিয়ে ঘর ছাড়ি, কিন্তু প্রতিদিনই হতাশ হয়ে ফিরে যাই। বারবার সময় দেওয়া হলেও তা বাস্তবায়িত হয় না। আমরা সামাজিকভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছি।”

 

বিক্ষোভ শেষে পদপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের চলমান সংকট নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে।

এ বিষয়ে ছাত্রদল কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

সর্বশেষ আপডেট : ০২:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে পদপ্রত্যাশী ছাত্রনেতারা। সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী ছাত্রনেতা এ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভে সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা দলের সাংগঠনিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নেন।

মিছিলে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বর্তমান ছাত্রদলের আংশিক কমিটি গঠনের সময় বহু যোগ্য নেতাকে উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ এক বছর এক মাস ধরে তারা অপেক্ষায় থাকলেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি দেখা যায়নি।

এক পদপ্রত্যাশী নেতা জানান,

“কমিটি গঠনের পর আমরা বহুবার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রবিষয়ক সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের মূল্যায়ন করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”

আরেকজন সাবেক কেন্দ্রীয় নেতা বলেন,

“প্রতিদিনই নতুন আশা নিয়ে ঘর ছাড়ি, কিন্তু প্রতিদিনই হতাশ হয়ে ফিরে যাই। বারবার সময় দেওয়া হলেও তা বাস্তবায়িত হয় না। আমরা সামাজিকভাবে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছি।”

 

বিক্ষোভ শেষে পদপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের চলমান সংকট নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে।

এ বিষয়ে ছাত্রদল কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।