মিরপুর ১১-এর এভিনিউ ৫, ২২ নম্বর লাইনের মাথায় প্রধান সড়কে ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। আনুমানিক ১১ বছর বয়সী এক শিশু সাইকেল চালাতে গিয়ে অটোরিকশা ও ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নামক একটি কভার ভ্যানের চাপায় প্রাণ হারায়। শনিবার (০২-০৬-২০২৫) আনুমানিক সন্ধ্যা ৬টা ২৫মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীল ও কমলা রঙের একটি সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এমন সময় দ্রুতগতির অটোরিকশা ও একটি কভার ভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর শিশুটির পরিবারের খোঁজ মেলে। জানা যায়, নিহত শিশুটি মিরপুর ১১, এভিনিউ ৫ এর ৩ নম্বর লাইনের বাসিন্দা।
এ ঘটনায় অটোরিকশা চালক দ্রুত পালিয়ে গেলেও, এলাকাবাসী মেসার্স ফারুক এন্টারপ্রাইজ এর কভার ভ্যানটি আটক করে এবং চালককে ধরে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পল্লবী থানার একটি সূত্র জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সন্ধার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর শুরু করেন, পরে তাৎক্ষণিক পল্লবী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এলাকায় জনবল সংখ্যা বেশি হওয়ায় তা পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন,পরে সেনাবাহিনীর সহযোগিতায় অত্র এলাকার পরিস্থিতির শিথিল হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।
ঢাকা











