শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। অষ্টনী ও নবমীর দিন বিভিন্ন মন্দির পরিদর্শনকালে অ্যাডভোকেট জায়েদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসময় মিরপুরের বিভিন্ন থানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বরের ৩০ তারিখ এবং অক্টোবরের ১ তারিখ মিরপুর কেন্দ্রীয় মন্দির, পাইকপাড়া সরকারী কোয়ার্টার মন্দির, গাবতলী সিটি কলোনী শিব মন্দির, গাবতলীর কোটবাড়ির শ্রীশ্রী দূর্গা মন্দির, বড় বাজারের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মাতা মন্দিরসহ মিরপুরের আরও কয়েকটি মন্দরের সামনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন অ্যাডভোকেট জায়েদ। তিনি মন্দির কমিটিগুলোকে বিশেষ ধন্যবাদ জনাান। জায়েদ বলেন, “আমরা ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সবাই একই দেশের মানুষ, এই পরিচয় নিয়েই বেঁচে থাকতে চাই। কারও প্রতি বৈষম্য মানবো না। হিন্দুদের জমি জোর করে যারা দখলে রেখেছে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে মাঠে নামতে হবে।”