রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর গুলিস্তান জিরো পয়েন্টের সামনে বিস্ফোরণ হয়।
স্থানীয়রা জানান, গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে, জিপিও পশ্চিম পাশ আইল্যান্ডের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। একটি চলন্ত মোটরসাইকেলে এসে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে চলে যায়।
এ বিষয়ে পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের থানা থেকে ঘটনাস্থলে পুলিশ গেছে।












