রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের সাথে পুলিশের ব্যপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশের শর্টগানের গুলি, লাঠিচার্জ ও টিয়ারসেলে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। তাদের গুলিতে আহত সাগর মিয়াকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভকারী রিকশা চালকরা কালশী মোড়ের পুলিশ বক্সসহ কয়েকটি স্থানে রাস্ত্য়া আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। তারা মেট্রোরেলের কয়েকটি ষ্টেশনের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করেন। সকাল থেকে চলা দফায় দফায় সংঘর্ষে বন্ধ হয়ে যায় মিরপুর, পল্লবী, কালশীসহ আশপাশের এলাকার যানবাহন চলাচল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ এক স্থান অবরোধকারিদের সরিয়ে দিলেও পরবর্তীতে তারা অন্য স্থানে গিয়ে সড়ক অবরোধ করছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয় বিক্ষোভ। এরপর সেটি মিরপুর-১.২., ১১, ১২ নম্বর ও সব শেষ কালসী মোড়ে ছড়িয়ে পড়ে। এদিকে মহানগরীতে ব্যাটারী চালিত থ্রি হুইলার ও লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল বন্ধের আদেশ দিয়ে বিআরটিএ। গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দেয়া হয়।
০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ আপডেটঃ
মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশের মাঝে দফায় দফায় সংঘর্ষ : আহত অর্ধশত
-
দিগন্ত সময় রিপোর্ট
- সর্বশেষ আপডেট : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- ৭১৬ Time View