রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আয়োজনে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদেরকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়।
মহান বিজয় দিবস অমর হোক।
শহীদদের আত্মা শান্তিতে থাকুক। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ইউনিয়ন সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ও ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ কাইউম রেজা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । পুস্প স্তবক অর্পণ করে মহান বিজয় দিবসে সকল শহীদের স্মরণ করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।




















