মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি )
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে ভোলাহাট উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে রালি ও উন্মুক্ত আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় আলোচনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ভোলাহাট উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার বুলবুল আহমেদ। রেলিতে সরকারি, বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অন্যান্যর। রেলি শেষে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র হলরুমে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ বলেন, দক্ষ হয়ে ও ভাষা শিখে বিদেশ গেলে বেশি ইনকাম করা যায়, পাশাপাশি তিনি আরো বলেন, সবাইকে সচেতন থাকতে হবে যেন আমরা কেউ দালালের খপ্পরে না পড়ি। অনেকেই দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশ গিয়ে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েন । তিনি আরো বলেন, বিদেশে কষ্টার্জিত অর্থ আমরা যেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করি। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন (সহকারী কমিশনার ভূমি) ও উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব অফিসার সহ বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।























