০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫ উপলক্ষে ১২ নারীকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার :

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার বিষয়ে সামাজিক সচেতনতা জোরদারের লক্ষ্যে সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫ উপলক্ষে আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রোভার স্কাউট ভবনের মিলনায়তনে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় উন্নয়ন সংগঠন বিএনএনআরসি।
অনুষ্ঠান উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের নারী অধিকার ও সামাজিক সচেতনতায় সক্রিয় ভূমিকা রাখা ১২ জন গ্রামীণ দায়িত্বশীল নারীকে সম্মাননা প্রদান করা হয়।
নিজ নিজ এলাকায় নারী অধিকার প্রতিষ্ঠা, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ নারী বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ জেলার প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
বিএনএনআরসি’র ফোকাল পার্সন, সিনিয়র সাংবাদিক ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী।
তিনি বলেন
“নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি গভীর সামাজিক ও মানবাধিকার সংকট। নাগরিক সমাজ, স্থানীয় নেতৃত্ব ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক লিয়া আফরোজ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উদযাপন পর্ষদের সদস্য অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়, যা ছিল তাঁদের সাহসী সামাজিক ভূমিকার প্রতি এক অনন্য স্বীকৃতি।

জনপ্রিয় খবর

সুনামগঞ্জে বিজিবি ও সেনাাবহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫ উপলক্ষে ১২ নারীকে সম্মাননা প্রদান

সর্বশেষ আপডেট : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার :

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার বিষয়ে সামাজিক সচেতনতা জোরদারের লক্ষ্যে সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫ উপলক্ষে আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রোভার স্কাউট ভবনের মিলনায়তনে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় উন্নয়ন সংগঠন বিএনএনআরসি।
অনুষ্ঠান উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের নারী অধিকার ও সামাজিক সচেতনতায় সক্রিয় ভূমিকা রাখা ১২ জন গ্রামীণ দায়িত্বশীল নারীকে সম্মাননা প্রদান করা হয়।
নিজ নিজ এলাকায় নারী অধিকার প্রতিষ্ঠা, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ নারী বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ জেলার প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
বিএনএনআরসি’র ফোকাল পার্সন, সিনিয়র সাংবাদিক ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী।
তিনি বলেন
“নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি গভীর সামাজিক ও মানবাধিকার সংকট। নাগরিক সমাজ, স্থানীয় নেতৃত্ব ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক লিয়া আফরোজ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উদযাপন পর্ষদের সদস্য অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়, যা ছিল তাঁদের সাহসী সামাজিক ভূমিকার প্রতি এক অনন্য স্বীকৃতি।