০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি রতন, মহাসচিব এনাম।

মারুফ হোসেন :

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) রাত ১১টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ সেশনের জন্য এ কমিটি নির্বাচন করা হয়।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্ব পালন ও কর্মকর্তা কল্যাণে সক্রিয় ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম। প্রশাসনিক দক্ষতা ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তার এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং কর্মকর্তা সমাজের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সহায়ক ভূমিকা রেখেছেন।এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা।

১ নম্বর যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয় জোরদারে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটি এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি। এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্ব নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দেশের বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ন, কর্মকর্তা সমাজের সমস্যা সমাধান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

জনপ্রিয় খবর

ভোলাহাট সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২৭ ব্যাক্তি আটক

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি রতন, মহাসচিব এনাম।

সর্বশেষ আপডেট : ০৬:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মারুফ হোসেন :

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) রাত ১১টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ সেশনের জন্য এ কমিটি নির্বাচন করা হয়।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্ব পালন ও কর্মকর্তা কল্যাণে সক্রিয় ভূমিকার জন্য তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম। প্রশাসনিক দক্ষতা ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তার এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং কর্মকর্তা সমাজের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সহায়ক ভূমিকা রেখেছেন।এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা।

১ নম্বর যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয় জোরদারে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটি এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি। এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্ব নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দেশের বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ন, কর্মকর্তা সমাজের সমস্যা সমাধান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।