ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের নিহত দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পুলিশ সুপার আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্তে কোনো ধরনের গাফিলতি করা হবে না। একই সঙ্গে তিনি নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ধৈর্য ধারণ ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















