মারুফ হোসেন | ময়মনসিংহ:
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ পর্বে শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি)। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মুজীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল হায়দার মুকুল, দাপুনিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান আরিফসহ বিভিন্ন কলেজের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় জামালপুর জেলার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ময়মনসিংহ মহাবিদ্যালয় ৪–০ গোলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি ফারাহ শাম্মী বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃকলেজ পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগের কলেজ পর্যায়ের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।



















