সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি,জামায়াত মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।
দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন বিএনপি মনোনীত প্রার্থীরা। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জনপ্রিয় নেতা হাজী আনিসুল হক। অন্যদিকে, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে।
একই দিনে সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আরও দুই প্রভাবশালী ব্যক্তিত্ব। তারা হলেন সাবেক সংসদ সদস্য জয়নুল জাকেরীন এবং ব্যারিস্টার আবিদুল হক।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ ইলিয়াস মিয়া প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে ।
সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আজকে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম।আমার সদর ও বিশ^ম্ভরপুর আসনের দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ধানের শীষের প্রতিকে নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানান।
এদিকে সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্শপাশা) আসনে ধানের শীষের জনপ্রিয় প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনরি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা রিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আনিসুল হক সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার নিকট হাজারো নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপপত্র জমাদান করেন। তিনি তার চারটি উপজেলার সর্বস্তরের দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান আগামী ১২ই ফেব্রæয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতিক ধানের শীষে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহবান জানান। তিনি বলেন আমার নির্বাচনী এলাকার পাচঁলাখ ভোটার নিশ্চয়ই তাকে এলাকার সন্তান মনে করে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদে পাঠাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে সুনামগঞ্জ-১ আসসে জামায়াতের মনোনীত দাড়িঁপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ ও মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলে জামায়াত একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। কাজেই আগামীতে ইনসাফ ভিত্তিক সরকার গঠনে নির্বাচনী এলাকার সকল ভোটরগন তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।























