মোঃ জালাল হোসেন,( রাজশাহী প্রতিনিধি)
বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে জেলার গোদাগাড়ী ও পরে তানোর উপজেলায় মনোনয়ন দাখিল করেন তিনি।
রাজশাহীতে মনোনয়ন দাখিলের পর মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন বলেন, রাজশাহীর তথা তানোর-গোদাগাড়ীর মানুষের উন্নয়ন অতীতে বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, কৃষি নির্ভর তানোর ও গোদাগাড়ী উপজেলায় কৃষি নির্ভর শিল্পকারখানা গড়ে তোলা হবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নয়নে যা যা করা লাগে তার সবই করা হবে।
এসময় অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোরের সভাপতি আখেরুজ্জামান হান্নান, তানোর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মিজনুর রহমান মিজান, মুন্ডমালা বিএনপির নেতা তৌহিদুর রহমান রেজা মাস্টার, ফিরোজ কবীর, গোদাগাড়ীর সাবেক মেয়র আনারুল হক, বিএনপি নেতা আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,






















