০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

মারুফ হোসেন :

৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ-এর বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের লক্ষ্যে দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ালেখার প্রতি আরও মনোযোগী হলে আগামী দিনে তারা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।” এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও যত্নবান ও আন্তরিকভাবে পাঠদান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও অভিভাবকদের মাঝে সন্তুষ্টির ছাপ। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

সর্বশেষ আপডেট : ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মারুফ হোসেন :

৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ-এর বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের লক্ষ্যে দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ালেখার প্রতি আরও মনোযোগী হলে আগামী দিনে তারা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।” এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও যত্নবান ও আন্তরিকভাবে পাঠদান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও অভিভাবকদের মাঝে সন্তুষ্টির ছাপ। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।