মারুফ হোসেন :
জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। তিনি ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম পুলিশ বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ। সভাপতির বক্তব্যে তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। উল্লেখ্য, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।










