মারুফ হোসেন ;জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ মহানগরীর ঐতিহ্যবাহী নওমহল এলাকায় নওমহল ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর ক্লাব চত্বরে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়। দোয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওমহল ইয়ুথ ক্লাবের সভাপতি খন্দকার মাহমুদুর রহমান পাভেল। তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম। তাঁর আপসহীন নেতৃত্ব ও সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের উচিত তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণ করা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওমহল ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ। তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর রূহের মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে নওমহল ইয়ুথ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাজ্জাদ মিয়া সুজন, মো. মুরাদ হুসাইন, শহীদুল ইসলাম নয়ন, হোসাইন মো. ফুয়াদ, মোফাজ্জল, দিনার, রাকিবসহ ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। তাঁরা সবাই দোয়ায় শরিক হয়ে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ সরকার, এটিএম হুমায়ুন কবীর খসরু, সৈয়দ শামিউর রহমান শামিম, মো. সোলায়মান, মো. আরিফ। মহানগর যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. হাবিবুল্লাহ, সৈয়দ মজনু জেলা এবং জেলা যুবদল নেতা আলী হায়দার রানা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
দোয়া মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, ক্লাবের শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়ায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।













