১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় বিজিবির অভিযানে গরু ও মোবাইলসহ চোরাকারবারি আটক

(নীলফামারী ) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্তসংলগ্ন মাজলারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত মো. আইন উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেস্বর গ্রামের মো. আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০০ টাকা। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক সেলিম আলদীন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

শাল্লা উপজেলায় সময়সীমা পেরিয়ে গেলে ও এখনো বিভিন্ন হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাধেঁর কাজ,শংঙ্কিত কৃষকরা

ডিমলায় বিজিবির অভিযানে গরু ও মোবাইলসহ চোরাকারবারি আটক

সর্বশেষ আপডেট : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

(নীলফামারী ) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্তসংলগ্ন মাজলারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত মো. আইন উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেস্বর গ্রামের মো. আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০০ টাকা। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক সেলিম আলদীন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।