০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত।

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায়”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।

আজ (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটির উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজসেবাকে আরও গতিশীল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। সেই সাথে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত থেকে সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

জনপ্রিয় খবর

সুনামগঞ্জের এম্বোশিয়া হোটেলে ভোটারদের সাথে স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মত-বিনিময়

নান্দাইল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত।

সর্বশেষ আপডেট : ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায়”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।

আজ (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটির উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজসেবাকে আরও গতিশীল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। সেই সাথে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত থেকে সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।