০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ কাবাডি একাডেমির শোক ও দোয়া মাহফিল

মারুফ হোসেন :

দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনীতি, প্রশাসন, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো সম্মিলিতভাবে তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এই শোককে সামনে রেখে ময়মনসিংহ কাবাডি একাডেমি গভীর শোক প্রকাশ করেছে। ২ জানুয়ারি, ময়মনসিংহ সার্কিট হাউস মাট সংলগ্ন নিজস্ব কার্যলয়ে সংগঠিত বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাহাবুবুল আলম রতন, কাউসার আহামেদ, অনিক হাসান, রাফিউল আলম রাফি, জুয়েল সহ একাধিক সদস্য ও শুভানুধ্যায়ী। সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া মাহফিলটি গুরুত্বের সাথে পরিচালিত হয় এবং খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশনেত্রী হিসেবে নিরন্তর কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্রের দৃঢ় ভিত্তি তৈরিতে সহায়ক ছিল। তার এই অবদান স্মরণ করে তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধের প্রতি তাঁর সংগ্রামকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ময়মনসিংহ কাবাডি একাডেমির নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জাতির সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের সম্মিলিত উদ্যোগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর

শীতবস্ত্র বিতরণের নামে র‍্যাব পরিচয়ে প্রতারণা, মূলহোতা আটক

ময়মনসিংহ কাবাডি একাডেমির শোক ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট : ০৭:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

মারুফ হোসেন :

দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনীতি, প্রশাসন, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো সম্মিলিতভাবে তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এই শোককে সামনে রেখে ময়মনসিংহ কাবাডি একাডেমি গভীর শোক প্রকাশ করেছে। ২ জানুয়ারি, ময়মনসিংহ সার্কিট হাউস মাট সংলগ্ন নিজস্ব কার্যলয়ে সংগঠিত বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাহাবুবুল আলম রতন, কাউসার আহামেদ, অনিক হাসান, রাফিউল আলম রাফি, জুয়েল সহ একাধিক সদস্য ও শুভানুধ্যায়ী। সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া মাহফিলটি গুরুত্বের সাথে পরিচালিত হয় এবং খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশনেত্রী হিসেবে নিরন্তর কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্রের দৃঢ় ভিত্তি তৈরিতে সহায়ক ছিল। তার এই অবদান স্মরণ করে তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধের প্রতি তাঁর সংগ্রামকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ময়মনসিংহ কাবাডি একাডেমির নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জাতির সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের সম্মিলিত উদ্যোগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।