রাজশাহী প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণের নামে র্যাব পরিচয়ে প্রতারণা, মূলহোতা আটক র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করেন। ফোনে নিজেকে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, র্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এর জন্য মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া একটি ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ টাকা পাঠান। টাকা পাঠানোর পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই গার্মেন্টসের ব্যবস্থাপক মো. ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০১/০১/২০২৬ ইং)। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।
র্যাব-৫ (রাজশাহী) এবং র্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর একটি যৌথ অপারেশন দল গতকাল ৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। রাজশাহীর গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মারুফ হোসেন র্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জঙ্গিবাদ, অস্ত্র, মাদক এবং এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।




















