ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রাজধানীতে মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন একটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জিয়া আহমেদ (৪৬) ও চৌধুরী রাজিব (৪২)। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি কর্মকর্তারা আরও জানান, রাজধানীকে মাদকমুক্ত রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে বলে তারা আশ্বাস দেন। স্থানীয় এলাকাবাসী ডিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।

























