মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব চাপানীহাট তহশিল অফিস সংলগ্ন গরুহাটি মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসন,সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, যুবদল নেতা আলমগীর হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জামেদুল ইসলাম রতন, কৃষক দল সভাপতি ফরিদুল ইসলাম, যুবদলের ৮নং ওয়ার্ড সভাপতি মোকছেদুল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম ও শাহীন মাষ্টার প্রমূখ। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল,কৃষক দল,শ্রমিক দল,সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী,সমর্থন ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের সিনিয়ার সহ-সভাপতি ও ঠিকাদার জিল্লুর রহমান।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা যুগ্ম আহবায়ক হাফেজ ক্বারী আব্দুর রশিদ লেবু।























