১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরের কাফরুল থেকে মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুরের কাফরুল থেকে মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার (৭ জানুয়ারি) সেনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সনির শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি স্বীকার করেছেন যে, তিনি এই অবৈধ অস্ত্র মিরপুর ও কাফরুলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতেন। শুধু তাই নয়, পেশাদার খুনি ও চাঁদাবাজদের কাছে নিয়মিত অস্ত্র ভাড়া দিয়ে আসছিলেন তিনি। উদ্ধারকৃত অস্ত্রের মাধ্যমে এলাকায় খুন ও ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অপরাধ সংঘটিত হতো বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের আগে নাশকতা ঠেকাতে র‍্যাবের এমন তৎপরতা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। র‍্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ১৭১ জন আটক

মিরপুরের কাফরুল থেকে মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪

সর্বশেষ আপডেট : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুরের কাফরুল থেকে মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার (৭ জানুয়ারি) সেনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সনির শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি স্বীকার করেছেন যে, তিনি এই অবৈধ অস্ত্র মিরপুর ও কাফরুলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতেন। শুধু তাই নয়, পেশাদার খুনি ও চাঁদাবাজদের কাছে নিয়মিত অস্ত্র ভাড়া দিয়ে আসছিলেন তিনি। উদ্ধারকৃত অস্ত্রের মাধ্যমে এলাকায় খুন ও ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অপরাধ সংঘটিত হতো বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের আগে নাশকতা ঠেকাতে র‍্যাবের এমন তৎপরতা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। র‍্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।