আলোর নগরীতে অন্ধকার এক ভবন: অপরাধীদের আখড়ায় পরিণত ডিএনসিসির পরিত্যক্ত মার্কিন ভবন
তিলোত্তমা ঢাকায় সন্ধ্যা নামলেই লাল-নীল আলোর ঝলকানিতে ঝলমল করে ওঠে নগরীর অলিগলি, সড়ক ও বহুতল ভবন। কিন্তু এই আলোকোজ্জ্বল শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক ভয়ংকর ব্যতিক্রম—যে ভবনটিতে প্রায় দুই যুগ ধরে কোনো আলো জ্বলে না।
রাজধানীর মিরপুর ১১ নম্বর প্যারিস রোডের সামনে অবস্থিত ডিএনসিসির পরিত্যক্ত মার্কিন ভবনটি দিন দিন যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় ভবনটির ভেতরে ও আশপাশে একাধিকবার সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে এই ভবনে এটিন বিডি (১৮নং বিডি) স্থাপন করা হয়েছিল। সে সময় নিউ সোসাইটি মার্কেটের ব্যবসায়ীদের পূর্ণবাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। মার্কেট কমিটির সদস্যদের অভিযোগ, তাদের পুনর্বাসনের নামে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে—বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এর ফলে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে ক্রমেই অপরাধীদের আখড়ায় রূপ নিচ্ছে। সন্ধ্যার পর ভবনটির চারপাশে আতঙ্ক বিরাজ করে, সাধারণ মানুষ চলাচলে অনিরাপদ বোধ করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত ভবনটি সংস্কার, ব্যবহার উপযোগী করা অথবা পর্যাপ্ত নিরাপত্তা ও আলোকসজ্জার ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

























