ময়মনসিংহ প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৮ জানুয়ারি বৃহস্পতিবার, বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর ১নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১নং ওয়ার্ডে বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে , ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক
অধ্যাপক শেখ আমজাদ আলী, জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের সভাপতি দুলাল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
১নং ওয়ার্ড বিএনপি ময়মনসিংহ মহানগরের আহবায়ক মোঃ খোরশেদ আলম ভেন্ডার এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চাৱনাসঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি, ময়মনসিংহ মহানগরের যুগ্ম আহবায়ক এ.কে.এম আজাদ ও ১নং ওয়ার্ড বিএনপি, ময়মনসিংহ মহানগরের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান আনিছ ।
এছাড়াও বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী
বৃন্দ, জনসাধারণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















