ময়মনসিংহ প্রতিনিধি :
“ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ ইং সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭, কাচারি রোডে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী রাত আনুমানিক ১০টার দিকে সাংবাদিকরা ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
সাংবাদিকরা জানান, নির্বাচন বাতিল বা স্থগিত করার দাবিতে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসককে একাধিকবার অবহিত ও আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের অংশ হিসেবেই এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান বলেন,
“আজ রাতের মধ্যেই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি—অতীতের মতো এবারও যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করা হয়।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কার কমিটির মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ




















