মোঃ জালাল হোসেন (রাজশাহী প্রতিনিধি)
আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখ হতে ভোর ০৪.০৫ ঘটিকায় একজন মাদককারবারিকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আঃ আলিম ওরফে কালু (৪৯)। মোঃ আঃ আলিম অরফে কালু রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের মৃত আ: কুদ্দুস এর পুত্র।
রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ০৩.৩০ টায় চারঘাট থানাধীন শিশাতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন চামটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালু এর বসতবাড়ির মেইন গেইটের সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ০৩.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৪.০৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আঃ আলিম ওরফে কালুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।





















