রুপনগরে স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক সভা।
১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
রুপনগর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ হারুন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।
গত ১৭ জানুয়ারি, শনিবার, রুপনগর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বক্তব্য দেন। সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রাম, নির্যাতন এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মোঃ হারুন অর রশিদ হারুন তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিকভাবে অন্যায় অত্যাচার, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন।
তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত না হয়ে দলের জন্য কাজ করে গেছেন। তিনি দাবি করেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকার জন্য প্রস্তুত রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান জরুরি। তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে তিনি রুপনগর থানা ও ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি আরো বলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ঢাকার ১৬ আসনের গণমানুষের নেতা জনাব আমিনুল হক ভাই একজন পরিচ্ছন্ন ব্যক্তি তিনি ঢাকা ১৬ আসনের গণমানুষের অভিভাবক, তাই তাকে ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন এই স্লোগান দিয়েই বক্তব্য শেষ করেন।
এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
























