মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “জাতীয় সামাজিক সংগঠন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাই।”
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. সরোয়ার শুকুরানা নান্না, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক মাওলানা খালেদ আহমেদ শাওক্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ শাখার সহসভাপতি বকুল আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক শাখার সভাপতি আব্দুল করিম, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক ফয়জুর রহমান আবুল, সদর ইউনিয়ন শাখার সভাপতি সফিক মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে দ্বিতীয় ধাপে আগামীকাল শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ আপডেটঃ
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শীতার্তদের পাশে নিসচা কমলগঞ্জ শাখা।
-
দিগন্ত সময় রিপোর্ট - সর্বশেষ আপডেট : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ৫০২ Time View
জনপ্রিয় খবর

























