মারুফ হোসেন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য বিশাল জনসভাকে সফল করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬ ইং তারিখে আয়োজিত জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর কৃষক দলের আহ্বায়ক আবুল খায়ের দিপু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। ময়মনসিংহের জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য জগলুল হায়দার, জামান আবেদিন ও মোস্তফা,
আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রাসেল চৌধুরী,
মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুল আবেদিন রাসু,
বিএনপি নেতা সোহেল পাঠান,
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে খালিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনসভা সফল করতে প্রচার-প্রচারণা, জনসংযোগ ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।























