০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাপি ফাদার্স ডে পরী’, বাবা দিবসে নিজেকেই শুভেচ্ছা পরীমণির

অভিনেত্রী পরীমণি এখন দুই সন্তানের অভিভাবক। ‘সিঙ্গেল মাদার’ হয়ে তাদের লালন পালনে কোনকিছুর কমতি রাখছেন না তিনি। মায়ের আদরের পাশাপাশি বাবার দায়িত্বও যেন পালন করছেন পরীমণি।

তাই আজকের বাবা দিবসে ফেসবুকে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লিখে নিজেকেই শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।

 

রোববার (১৬ জুন) পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি লেখেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি।’

পরে নিজেকেই শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লেখেন অভিনেত্রী।

পরীমণি ওই পোস্টের শেষে উল্লেখ করেন, দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।

ওই পোস্টে পরীমণিকেও শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।

হাসনাতের ওপর হামলা, কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

হ্যাপি ফাদার্স ডে পরী’, বাবা দিবসে নিজেকেই শুভেচ্ছা পরীমণির

সর্বশেষ আপডেট : ১২:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

অভিনেত্রী পরীমণি এখন দুই সন্তানের অভিভাবক। ‘সিঙ্গেল মাদার’ হয়ে তাদের লালন পালনে কোনকিছুর কমতি রাখছেন না তিনি। মায়ের আদরের পাশাপাশি বাবার দায়িত্বও যেন পালন করছেন পরীমণি।

তাই আজকের বাবা দিবসে ফেসবুকে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লিখে নিজেকেই শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।

 

রোববার (১৬ জুন) পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি লেখেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি।’

পরে নিজেকেই শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লেখেন অভিনেত্রী।

পরীমণি ওই পোস্টের শেষে উল্লেখ করেন, দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।

ওই পোস্টে পরীমণিকেও শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।