বাংলাদেশ ল অ্যালায়েন্সের কমিটি পুনর্গঠন করা হয়েছে৷ সংগঠনের সংবিধান মোতাবেক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সাধারণ দপ্তর কর্তাদের সর্বসম্মত সিদ্ধান্তে জায়েদ বিন নাসেরকে নির্বাহী সভাপতি নির্বাচন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন সরকার অভি এবং সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিলুল্লাহ্। কমিটি পুনর্গঠন করে বিদায়ী সাধারণ সম্পাদক তাজওয়ার বিন মালেক অর্ণবকে সহ-সভাপতি করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক তাজওয়ার বিন মালেক অর্ণব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷ পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালের ৪ আগস্ট প্রতিষ্ঠার পাঁচ বছর পর নতুন সভাপতি পেয়েছে ল অ্যালায়েন্স। দ্বিতীয় সভাপতি মহিউদ্দিন সরকার অভি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ল অ্যালায়েন্সের তৃতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন মো: ইব্রাহিম খলিলুল্লাহ্।