১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের মাসে“চেষ্টা সংগঠন;মানবতার ডাকে সাড়া দিয়ে শেরপুরে পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম

  রিপোর্টার মারুফ হোসেন 

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এ সময় চরম অসহায় দুই পরিবার
মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম)

মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া) এর জন্য “চেষ্টা” বাড়ি নং–৫ ও ৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বনির্ভরতার পথে সহায়তা: মানবিক সহায়তার অংশ হিসেবে বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।

দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়।

মসজিদ-মাদ্রাসা ও অসুস্থদের পাশে “চেষ্টা”গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই প্রজেক্টে অংশগ্রহণ করেন লায়লা নাজনীন হারুন — প্রেসিডেন্ট গুলসান নাসরীন চৌধুরী — সেক্রেটারি

কানিজ মাহমুদ — সাংগঠনিক সম্পাদক সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন
ডা. লুসি রিফাত“চেষ্টা” সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন।

ব্যাপক উচ্ছ্বাস ও উদযাপন “চেষ্টা” সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “চেষ্টা” সংগঠন।

জনপ্রিয় খবর

বিজয়ের মাসে“চেষ্টা সংগঠন;মানবতার ডাকে সাড়া দিয়ে শেরপুরে পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম

বিজয়ের মাসে“চেষ্টা সংগঠন;মানবতার ডাকে সাড়া দিয়ে শেরপুরে পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম

সর্বশেষ আপডেট : ০৫:০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

  রিপোর্টার মারুফ হোসেন 

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এ সময় চরম অসহায় দুই পরিবার
মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম)

মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া) এর জন্য “চেষ্টা” বাড়ি নং–৫ ও ৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বনির্ভরতার পথে সহায়তা: মানবিক সহায়তার অংশ হিসেবে বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।

দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়।

মসজিদ-মাদ্রাসা ও অসুস্থদের পাশে “চেষ্টা”গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই প্রজেক্টে অংশগ্রহণ করেন লায়লা নাজনীন হারুন — প্রেসিডেন্ট গুলসান নাসরীন চৌধুরী — সেক্রেটারি

কানিজ মাহমুদ — সাংগঠনিক সম্পাদক সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন
ডা. লুসি রিফাত“চেষ্টা” সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন।

ব্যাপক উচ্ছ্বাস ও উদযাপন “চেষ্টা” সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “চেষ্টা” সংগঠন।