নীলফামারী জেলা প্রতিনিধি
জুলাই যোদ্ধা হাদির হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় ইসলামী যুব আন্দোলনের মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত।
শনিবার বিকালে উপজেলা ইসলামী যুব আন্দোলন শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে উপজেলা ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খলিফা, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর মাসউদ,যুগ্ন সাধারণ সম্পাদক আবুজার গিফফারী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তানা হাদীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।






















