(মারুফ হোসেন )
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের যৌথ আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, বিভিন্ন কলেজের শিক্ষক, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করে ডা. সেকান্দার আলী কলেজ, শেরপুর এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, জামালপুর। জমজমাট এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কলেজসমূহ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ কয়েক দিনব্যাপী চলবে এবং এতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।






















