১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি :

হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাপ্তাহিক ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই সেবা কার্যক্রম বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আবুল কাইয়ুম। সভার শুরুতে হাফেজ আল আমিন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এতে দরিদ্র ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।”
পরিচিতি ও মতবিনিময় সভায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুস সবুর, ডাক্তার রাসেল, ডাক্তার ইমরান হাসান রেজভীসহ অন্যান্যরা। তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত উপস্থিত থেকে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
বক্তারা আরও বলেন, এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষ সহজেই মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা পাবে, যা সরকারি স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি একটি কার্যকর সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয় খবর

ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে শান্তিগঞ্জের শহিদ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর পরিবারকে ডিপ-টিউবওয়েল প্রদান

হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি :

হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাপ্তাহিক ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই সেবা কার্যক্রম বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আবুল কাইয়ুম। সভার শুরুতে হাফেজ আল আমিন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এতে দরিদ্র ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।”
পরিচিতি ও মতবিনিময় সভায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুস সবুর, ডাক্তার রাসেল, ডাক্তার ইমরান হাসান রেজভীসহ অন্যান্যরা। তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত উপস্থিত থেকে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
বক্তারা আরও বলেন, এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষ সহজেই মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা পাবে, যা সরকারি স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি একটি কার্যকর সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।