ময়মনসিংহ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ মহানগরের ২৮নং ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৬ ইং ময়মনসিংহ নগরীর আকুয়া ওয়্যারলেস মোড় এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ, বিএনপি মনোনীত ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে।”
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আমজাদ আলী যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি,
কামরুজ্জামান চঞ্চল আহ্বায়ক ২৮নং ওয়ার্ড বিএনপি ,মোঃ হেলাল উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হুমায়ুন কবির ১ম যুগ্ম আহ্বায়ক, তানভীর আলম রানা, নুরুজ্জামান চান, মোঃ নিজামুদ্দিন, রানা মিয়া, শাহজাহান মমিন সাজু—যুগ্ম আহ্বায়কবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনটি কাভার করেন।




















