মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে পূর্বশত্রতার জেরে রাতের আঁধারে বিশ বিঘা জমির খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার খড় পুড়িয়ে দেয়ার
অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্বরাত
২ টার দিকে উপজেলার খাজুর ইউপির জয়পুর সরদারপাড়া গ্রামে। পরে গ্রামবাসী ও ফায়ার
সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জয়পুর
সরদারপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে আশাদুল ইসলামের বাড়ির পাশের খলিয়ানে তিনটি খড়ের
পালায় প্রায় আলাদা আলাদা ভাবে প্রায় ৪০ বিঘা জমির খড় ছিল। এর ১টি খড়ের পালায় প্রায় ২০
বিঘা জমির ধানের খড় ছিল। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এদিন রাত
আনুমানিক ২ টার দিকে পূর্বশত্রতার জের ধরে ওই খড়ের পালাতে আগুন ধরিয়ে দেয়। এতে তার খড়
পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে
আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে মাহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



















