জালাল হোসেন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকায় একটি ত্রিমুখী সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ ইং) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টলির সঙ্গেও ধাক্কা লাগে, ফলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর বাস ও ট্রাক্টরের চালকরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর দুই গাড়ির চালক পালিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।



















